তিনি এসে বসে ছিলেন। কিন্তু তাঁকে যিনি সংবর্ধনা দেবেন, তিনিই এসে সময়ে পৌঁচ্ছতে পারলেন না। বেঙ্গালুরুতে কিংবদন্তি বিয়ন বর্গের সংবর্ধনা অনু্ষ্ঠান ঘিরে এমনই ঘটনা ঘটল। বিরক্তিতে মঞ্চ ছাড়তে বাধ্য হলেন বিয়ন বর্গ। আর তাঁর ভক্তরা দুঁষছেন কর্নাটকের বিজেপির মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে। ১১টি গ্র্যান্ডস্লাম জয়ের মালিক বেঙ্গালুরু এসেছিলেন ছেলেকে। ছেলে লিও বেঙ্গালুরু ওপেন খেলছেন। ভারতের প্রাক্তন টেনিস তারকা বিজয় অমৃতরাজের উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর।
অভিযোগ, বেঙ্গালুরু ওপেন যেখানে হচ্ছে, তার কাছেই সংবর্ধনা দেওয়ার কথা ছিল বর্গকে। মঙ্গলবার সাড়ে দশটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এসেছিলে প্রায় ৪৫ মিনিট পরে। ততক্ষণে মঞ্চ ছেড়ে চলে যান বিরক্ত বর্গ। কারণ, এই বয়সেই সময়ের ব্যাপারে তিনি ভীষণ পাকা।