প্যারিস অলিম্পিকে তৈরি হল ইতিহাস। প্রথম কোনও অ্যাথলিট ছেলেদের ও মেয়েদের ইভেন্টে পদক জিতলেন। আর এই নজির তৈরি করলেন গ্রেট ব্রিটেনের হেনরি ফিল্ডম্যান। অলিম্পিকের ইতিহাসে এমন ঘটনা আর কখনও হয়নি।
২০১৭ সালে অলিম্পিকের নিয়ম বদলের পর এই প্রথম এমন নজির। রোয়িং টিম ইভেন্টে টোকিওতে পুরুষদের দলে পদক জিতেছিলেন। এবার প্যারিস অলিম্পিকেও টিম ইভেন্টে মেয়েদের দলের হয়ে পদক জিতলেন ফিল্ডম্যান।
রোয়িংয়ের টিম ইভেন্টে সোনা জয় রোমানিয়ার। রুপো জিতেছে কানাডা। মাত্র ০.৬৭ সেকেন্ড পর তিন নম্বরে শেষ করে ব্রোঞ্জ পদক জয় গ্রেট ব্রিটেনের। এবার অনন্য নজির তৈরি করে টোকিও অলিম্পিকের স্মৃতিচারণ করলেন ফিল্ডম্যান। তাঁর মতে, ছেলেদের রোয়িং ইভেন্টে গতবার সবটুকু দিয়ে চেষ্টা করেও ব্রোঞ্জ পদক এসেছিল। যা হতাশার।
এবার মেয়েদের টিমকে পদক এনে দেওয়ার পর জানালেন, "২০১৭ সালে অলিম্পিকের নিয়মে ঠিক হয়, মেয়েদের রোয়িং ইভেন্টে স্টিয়ারিংয়ে থাকতে পারবেন পুরুষ প্রতিযোগী। কেউ তো প্রথম এই সাফল্য পেতেন। সৌভাগ্যবশত, তা আমার ক্ষেত্রেই হয়েছে।"
ফিল্ডম্যান কিন্তু বলছেন, এটা সবে শুরু। মহিলা টিমের সঙ্গে আরও কাজ করতে চান। তাঁর অভিজ্ঞতা টিমের কাজে আসবে বলেও মনে করছেন তিনি। ফিল্ডম্যানের মতে, "আমরা ভাল খেলেছি। টিমের জন্য গর্বিত। এই মেডেল আমার কাছে অনেক সম্মানের। টিমের প্রত্যেকেই সাহায্য করেছে। অনেক চড়াই উৎরাই ছিল। কিন্তু তা পার করে আমরা এগিয়ে যেতে পেরেছি।"