আগামী ২৮ জুলাই থেকে বিলেতের মাটিতে বসতে চলেছে কমনওয়েলথ গেমসের আসর। ভারতের পুরুষদের ব্য়াডমিন্টনে এবার দেশের পদক জয়ের বাজি হতেন পারেন লক্ষ্য সেন এবং কিদাম্বি শ্রীকান্ত।
লক্ষ্যর এটাই প্রথম কমনওয়েলথ গেমস। চার বছর আগে গোল্ড কোস্ট থেকে পদক নিয়ে ফিরেছিলেন শ্রীকান্ত। ২৯ বছরের এই শাটলারের ঝুলিতে ছিল একটি সোনা এবং একটি রূপো। সিঙ্গলসে রূপো জিতেছিলেন শ্রীকান্ত।
সম্প্রতি ব্যাডমিন্টনের বিশ্বকাপ টমাস কাপ জিতেছে ভারত। আর সেই ভারতীয় দলে উজ্জ্বল তারকা ছিলেন লক্ষ্য এবং শ্রীকান্ত। মূলত, তাঁদের পারফরম্যান্সে ট্রফি তুলেছে ভারত। গত বছর থেকে এখনও পর্যন্ত স্বপ্নের ফর্মের মধ্য়ে দিয়ে যাচ্ছেন লক্ষ্য সেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়। প্রথম সুপার ফাইভ হান্ড্রেড সিরিজ হিসেবে ইন্ডিয়ান ওপেন জয়। ২১ বছর পর প্রথম ভারতীয় হিসাবে অল ইংল্যান্ড থেকে পদক জিতেছেন লক্ষ্য। কাঁধে একটা হালকা চোট আছে। তবে আলমোরার এই ছেলে আত্মবিশ্বাসী বার্মিংহ্যাম থেকে পদক তুলে আনার ব্যাপারে।
বিশ্বের ১১ নম্বর শ্রীকান্ত। একটা ট্রফি খরা চলছে। তবে এই খরা তিনি কাটাতে চান কমনওয়েল গেমস থেকে পদক জয় করেই।