ইসলামাবাদে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ ওয়ান প্লে-অফে ৪-০ ব্যবধানে পাকিস্তানকে হারাল ভারত। শনিবারই ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। রবিবার টাইয়ের দ্বিতীয় দিন ডাবলস ও প্রথম ফিরতি সিঙ্গলসও জিতে নেন ভারতীয়রা। সিঙ্গলসে জেতেন কালিয়ান্দা পুনছা। হারান পাকিস্তানের মহম্মদ শোয়েবকে।
৬০ বছর পর পাকিস্তানের গিয়ে ইসলামাবাদের ঘাসের কোর্টে বড় জয় তুলে নিল টেনিস দল। রবিবার ডাবলসে ভারতীয় জুটি ইউকি ভাম্বরি-সাকেত মিনেনি নেমেছিলেন। প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানের মুজাম্মিল মুর্তাজা-আকিল খান জুটি। প্রথম সেটে কোনও প্রতিরোধ করতে পারেনি পাকিস্তান। ৬-২ ব্যবধানে জেতেন ভারতীয় জুটি।
আরও পড়ুন: দুরন্ত কামব্যাক বিনেশ ফোগতের, ৫৫ কেজিতে জিতলেন সোনা
দ্বিতীয় সেটে ম্যাচ টাই হওয়ায় জয় নিশ্চিত হয়ে যায়। ফলে বাকি সেটগুলি নিয়মরক্ষার হয়ে যায়। ডেভিস কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হল আট বার। প্রতিবারই জয় পায় ভারত।