আসন্ন কমনওয়েলথ গেমসে ভারতের সেরা বাজি হতে চলেছেন মণিকা বাত্রা। ২৭ বছরের এই টেবিল টেনিস খেলোয়াড় ভারতের হয়ে সোনা জেতার অন্যতম দাবিদার।
বাত্রা মার্কি প্রতিযোগিতায় একটি একক ইভেন্টে সোনা জিতে প্রথম ভারতীয় মহিলা হয়ে ইতিহাস রচনা করেন ২০১৮ সালে। গোল্ড কোস্টে ভারতীয় টেবিল টেনিস দলের জেতা মোট ৮টি পদকের মধ্যে মধ্যে মানিকা একক এবং দলগত ইভেন্টে সোনা সহ ৪টি পদক জিতেছেন।
ভারতের হয়ে সর্বোচ্চ র্যাঙ্কযুক্ত মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হওয়ার দরুণ, বাত্রা এই বছরের কমনওয়েলথ গেমসের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। তিনি এই বছরের শুরুতে তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ একক র্যাঙ্কিং ৩৮-এ পৌঁছেছেন।
অর্জুন পদকজয়ী এই টেবিল টেনিস খেলোয়াড় ২০২২ সালের টোকিয়ো অলিম্পিকে প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে মহিলাদের একক ইভেন্টের তৃতীয় রাউন্ডে পৌঁছান। তারপর থেকে ২০২১ সালের বুদাপেস্ট প্রতিযোগিতা, ২০২১ সালের লাস্কো প্রতিযোগিতা, ২০২২ সালের দোহা প্রতিযোগিতায় মিক্সড ডাবলস এবং ডাবলসে পদক জিতেছেন।