এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপে ইতিহাস দীপা কর্মকারের। দেশের প্রথম অ্যাথলিট হিসেবে এই প্রতিযোগিতায় সোনা জিতলেন তিনি। মেয়েদের ইভেন্টে তাঁর গড় ছিল ১৩.৫৬৬। উজবেকিস্তানে প্রতিযোগিতার শেষ দিন তাঁর ভল্টেই ইতিহাস তৈরি হয়।
প্রতিযোগিতায় রুপো জয় উত্তর কোরিয়ার কিম সন হ্যাং ও তিন নম্বরে শেষ করে ব্রোঞ্জ জয়ী ওই দেশেরই জো কং বিওল। ২০১৫ সালে এই ইভেন্টেই ব্রোঞ্জ জেতেন দীপা। ২০১৬ রিও অলিম্পিকে চার নম্বরে শেষ করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন।
গত বছর ২১ মাসের নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশ নেন দীপা। এবার প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে পারেননি ভারতীয় জিমন্যাস্ট।