দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান। জাতীয় স্তরের প্রতিযোগিতায় নেমেই দুর্দান্ত কাম ব্যাক ত্রিপুরার মেয়ে দীপা কর্মকারের।
ওড়িশার ভুবেনেশ্বরে আয়োজিত তিনদিনব্যাপী সিনিয়র জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপে জোড়া রুপো জিতলেন অলিম্পিয়ান দীপা কর্মকার। একটি ব্যক্তিগত ভল্টে আর অপরটি আনইভেন বারে।
রিও অলিম্পিকসে দীপার প্রদুনোভা ভল্ট আজও মনে রয়েছে জিমনাস্টিক প্রেমীদের। কিন্তু এরপর চোট, নির্বাসন সবকিছু সামলাতে গিয়ে কেটে গিয়েছে অনেকগুলি বছর।
আরও পড়ুন - ক্রিকেটের তিন নিয়মে সংশোধন করল আইসিসি, কী জানাল তারা ?
অবশেষে নতুন বছরের শুরুতেই ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করলেন দীপা। আর সেখানেই ফিরে এলেন স্বমহিমায়। আর চ্যাম্পিয়নশিপ জিতে তিনি জানিয়ে দিলেন, তাঁর আগামী লক্ষ্য প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করা।