ফরাসি ওপেন জিতে হারানো স্থান ফিরে পেলেন নোভাক জোকোভিচ।২০২৩ ফরাসী ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে স্ট্রেট সেটে হারিয়ে টেনিসে পুরুষদের সিঙ্গলস ক্রমতালিকায় ৩ থেকে ১ নম্বরে উঠে এসেছেন জোকোভিচ।
তবে, জোকোভিচ হারানো সিংহাসন ফিরে পেলেও, দীর্ঘ দিন কোর্টের বাইরে থাকায় ক্রমতালিকায় ১০০ এর ও বাইরে চলে গিয়েছেন রাফায়েল নাদাল। গত ২০ বছরে এই প্রথম বার তালিকার ১০০ জনের মধ্যে নেই ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিক রাফায়েল।
আরও পড়ুন - ভায়োলিনে বাজল 'কাল হো না হো', লন্ডনের রাজপথে 'এসআরকে' মেহফিল, গাইলেন হরভজন-শ্রীসন্থ