জোকার ম্যাজিকের অপেক্ষায় আজ মেলবোর্ন। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ফাইনালের নোভাকের প্রতিপক্ষ গ্রিসের স্টেফানোস চিচিপাস। গত বছর এই কোর্ট থেকে ফিরে গিয়েছিলেন জকোভিচ। এবার জিতলে তাঁর ক্যাবিনেটে সাজানো থাকবে দশম অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি। পায়ে চোট, বাবাকে নিয়ে বিতর্ক, এই আববেই রবিবার ফাইনাল খেলতে নামছেন তিনি। সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের দৌড়ে ধরে ফেলবেন ২২ স্ল্যামের মালিক রাফায়েল নাদালকে।রুশ প্রতিপক্ষকে হারিয়ে এবার ফাইনালে উঠেছেন চিচিপাস।
এক বছর আগে করোনার জেরে অনেক বিতর্কের পর অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করেছিলেন নোভাক জকোভিচ। তা নিয়ে কম জলঘোলা হয়নি। এবার বিতর্ক তাঁর বাবার হাতে রাশিয়ার পতাকা ঘিরে। নিজেকে পুতিনের ভক্ত বলেই দাবি করেছেন জকোভিচের বাবা। আর তাতেই পারদ আরও চড়া হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের গ্যালারিতে।
এই টুকু বাদ দিলে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে ক্লাসিক নোভাক জকোভিচ। বিশেষজ্ঞদের মতে, ফাইনালেও তিনি গ্রিসের প্রতিপক্ষের থেকে কয়েক হাজার মাইল এগিয়ে। তাল ঠুকছে রড লেভার অ্যারিনা। অপেক্ষা আরও একটা টানটান গ্র্যান্ডস্লাম ফাইনালের।