বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে(Grand Slam) নোভাক জকোভিচের( Novak Djokovic) অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ওপেন(Australian Open) কর্তৃপক্ষ এই সার্বিয়ান টেনিস তারকাকে পুরুষদের লড়াইয়ে একক শীর্ষ বাছাই হিসেবে ঘোষণা করেছেন। বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা ২০টি গ্র্যান্ড স্ল্যাম(Grand Slam) জয়ের পর ২১তম জয়ের লক্ষ্যে মেলবোর্নে(Melbourne) প্রস্তুতি শুরু করেছেন।
অস্ট্রেলিয়ার(Australia) সরকারকে মামলায় হারানোর পরেও করোনা(Corona) টিকা না নেওয়ার কারণে তাঁর নির্বাসনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে এখনও অস্ট্রেলিয়ান ওপেনে(Australian Open) তাঁর অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা রয়েই গেছে। বিশ্বব্যাপী অতিমারি পরিস্থিতিতে রজার ফেডেরার(Roger Federer) অস্ট্রেলিয়ান ওপেনে অংশ না নেওয়ায় রাফায়েল নাদালকে(Rafael Nadal) ষষ্ঠ বাছাই হিসেবে ধরা হয়েছে।
অন্যদিকে, জকোভিচ(Djokovic) একটি দীর্ঘ বিবৃতিতে বিগত কিছুদিনের ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি জানান, অস্ট্রেলিয়ায়(Australia) অবতরণের পর আবেদনপত্র পূরণের সময় তাঁর প্রতিনিধি এই ভুল করেছেন।
আরও পড়ুন- Cricket: ভারত-পাক ক্রিকেট চালুর লক্ষ্যে অভিনব উদ্যোগ রামিজ রাজার
মহিলাদের টেনিসে(Women’s Tennis) অ্যাশলে বার্টিকে (Ashleigh Barty) একক শীর্ষ বাছাই হিসেবে ঘোষণা করা হয়েছে। দু’বার গ্র্যান্ড স্ল্যাম(Grand Slam) জয়ী এই মহিলা টেনিস খেলোয়াড় WTA ক্রমাংকে এক নম্বরে রয়েছেন। তিনি ২০২০ সালে সেমিফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়ান ওপেন(Australian Open) শেষ করেন।