বিশ্বকাপ হকিতে ভারতের সামনে আজ ইংল্যান্ড। জিতলেন নক-আউট নিশ্চিত হবে। কিন্তু ভুবনেশ্বরে এই ম্যাচের আগে ভারতের চিন্তা গোল করা নিয়ে। স্পেনকে সহজেই হারালেও, এই ম্যাচ যে বেশ কঠিন, তা ভালভাবেই জানেন ভারতীয় কোচ গ্রাহাম রিড। তাই নতুন ফরমেশনে ইংরেজদের বিরুদ্ধে মাঠে নামতে চান তিনি। সম্প্রতি কমনওয়েলথ গেমস এবং প্রো লিগে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছিল ভারত। এবার বিশ্বকাপে এই ম্যাচ জিততে চায় টিম ইন্ডিয়া।
বিশ্বকাপে এদিনের ম্যাচ হতে চলেছে পাঁচ বনাম ছয়ের। এই ম্যাচ খেলতে নামার আগেই ভারতীয় কোচ জানিয়েছেন, স্পেন ম্যাচে যে ভুল হয়েছে, তা ইংল্যান্ডের বিরুদ্ধে শুধরে নেওয়া হবে। ভারতের থেকে অনেক বেশি আক্রমণাত্মক হকি খেলে ইংল্যান্ড। আর সেটাই চিন্তা ভারতীয় ডিফেন্সের কাছে। মাঠে নামার আগে গ্রাহাম রিডের একটাই নির্দেশ, কোনও ভাবেই প্রথমে গোল খাওয়া চলবে না।
উল্টো দিকে চাঙ্গা ইংরেজরা। কারণ, প্রথম ম্যাচে ওয়েলস ম্যাচে বড় ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। গ্রুপে তাদের শেষ ম্যাচ খেলতে হবে স্পেনের সঙ্গে। তাই ভুবনেশ্বরে রবিবার ভারতকে হারানোই টার্গেট ইংল্যান্ডের।