তাঁর বর্শায় ইতিহাসের কাব্য তৈরি করেছে ভারতীয় ক্রীড়া। সেই নীরজ চোপড়া এবার এডিটরজি-র মুখোমুখি।
দ্য ইন্ডিয়া স্টোরির জন্য বিক্রম চন্দ্রাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অনেক কথাই জানালেন নীরজ। জানালেন কেন তিনি জ্যাভলিন মাটি ছোঁয়ার আগেই উৎসব শুরু করে দিয়েছিলেন।
'আমি বুঝতে পেরেছিলাম, এটা আমার সোনা থ্রো হতে চলেছে। তাই আর অপেক্ষা করিনি।' এমনটাই জানিয়েছেন ২৫ বছরের সোনাজয়ী ভারতীয় ক্রীড়াবিদ