ঘরের মাঠে হকি বিশ্বকাপ থেকে লজ্জার বিদায়। সেই দায় নিয়ে এবার ভারতীয় হকি দলের কোচের পদ ছাড়লেন গ্রাহাম রিড। একইসঙ্গে পদত্যাগ করেছেন তাঁর দুই সহযোগী গ্রেগ ক্লার্ক এবং মিচেল ডেভিড। এই তিনজনই তাঁদের পদত্যাগপত্র ভারতীয় হকির সভাপতি দিলীপ তিরকে পাঠিয়ে দিয়েছেন। ভুবনেশ্বরে সদ্য শেষ হওয়া হকি বিশ্বকাপে নবম হয়ে শেষ করেছে আয়োজক দেশ ভারত। বিশ্বকাপ শেষ হতেই কোচের সঙ্গে কথা বলেছিলেন দিলীপ তিরকে। তার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন অজি কোচ।
২০১৯ সালে ভারতীয় হকি দলের দায়িত্ব নিয়েছিলেই এই অজি। তাঁর জমানায় সবচেয়ে বড় সাফল্য ৪১ বছর পর অলিম্পিকের পোডিয়ামে ওঠার ফের সুযোগ পায় ভারত। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পেয়ে শেষ করে ভারত। সোমবার রিড জানিয়েছে, এই চার বছর ভারতীয়দের সঙ্গে কাজ করতে পেরে তিনি খুশি। অনেক কিছু শিখিয়েছেন। আর খেলোয়াড়দের থেকে অনেক কিছু নিজেও শিখেছেন।
গৃহিত হয়েছে রিডের পদত্যাগপত্র। ফেডারেশন সভাপতি দিলীপ তিরকে জানিয়েছেন, এই চার বছর ভারতীয় হকিকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন গ্রাহাম রিড। তারজন্য তাঁকে এবং তাঁর দলকে ধন্যবাদ।