ভারতীয় শাটলার লক্ষ্য সেনের (Lakshya Sen) নামে বয়স ভাঁড়ানোর অভিযোগ। বেঙ্গালুরুতে এফআইআর দায়ের করা হয়েছে তাঁর পরিবার ও জাতীয় দলের কোচ বিমল কুমারের বিরুদ্ধে। সদ্য দেশের হয়ে সাফল্য পেয়েছেন লক্ষ্য। এর মধ্যে তাঁর নামে এই গুরুতর অভিযোগে অস্বস্তিতে ব্যাডমিন্টন তারকা। তাঁর পাশাপাশি তাঁর ভাই চিরাগ সেনের নামেও বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠেছে।
অভিযোগপত্রে বলা হয়েছে,কমনওয়েলথ গেমসে বয়স ভাঁড়িয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন লক্ষ্য সেন ও তাঁর ভাই চিরাগ সেন। ২০১০ সাল থেকে ঠিক বয়স লুকিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন লক্ষ্য।
আরও পড়ুন: সঙ্কটজনক! চিকিৎসায় সাড়া দিচ্ছেন না ফুটবল সম্রাট পেলে
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রকাশ পাডুকন ব্যাডমিন্টন অ্যাকাডেমির প্রধান কোচ বিমল কুমার। তিনি জানিয়েছেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও ইচ্ছাকৃত ফাঁসানো চেষ্টায় করা হয়েছে।