ধর্ষণের অভিযোগ ভারতীয় দলের হকি খেলোয়াড় বরুণ কুমারের বিরুদ্ধে। এক তরুণী বরুণের বিরুদ্ধে একটি FIR নথিভুক্ত করেছেন জ্ঞানভারতী থানায়। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে ওই তরুণীর সঙ্গে সহবাস করেছেন তিনি।
জানা গিয়েছে, নির্যাতিতা মেয়েটির বর্তমান বয়স ২২ বছর। ২০১৯ সালে তাঁর সঙ্গে বরুণের পরিচয় হয় সোশ্যাল মিডিয়ায়। সেই সময় বরুণ কুমার বেঙ্গালুরুর SAI-তে প্রশিক্ষণ নিচ্ছিলেন। তখন অভিযোগকারিণীর বয়স ছিল ১৭ বছর। এরপর থেকেই তাঁরা একে অপরের কাছে আসেন। বরুণ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেন বলেও অভিযোগ।
আরও পড়ুন - টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে বিপাকে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার, ছিনতাই ফোন
শেষ পর্যন্ত বরুণ বিয়ে করতে না রাজি হওয়ায় পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বরুণ হিমাচলের ছেলে হলেও তিনি জলন্ধরে থাকেন। তাঁর খোঁজ করছে পুলিশ।