গত ২৩ এপ্রিল থেকে ফের রাজপথে ধর্না কুস্তিগিররা। ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতারির দাবিতে ফের উত্তাল রাজধানী। গীতা ফোগাতের অভিযোগ, দিল্লি পুলিশ তাঁর স্বামী-সহ তাঁকে গ্রেফতার করেছিল।
এদিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মহিলা কুস্তিগিরদের আবেদন খারিজ করেছে। শীর্ষ আদালত জানিয়েছে, এই মামলা নিম্ন আদালতে পাঠানো হোক। এরপরই মুখ খুলেছেন ভিনেশ ফোগাত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। বুধবার মধ্যরাতে যন্তর মন্তরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়েছিলেন কুস্তিগিররা। ভিনেশ ফোগাট সাফ জানিয়ে দিয়েছেন, কুস্তিগিরদের সঙ্গে ভবিষ্যতে যদি কিছু হয়, দিল্লি পুলিশ দায়ি থাকবে।
ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে কন্নট প্লেস থানায় এফআইআরের দাবি তোলেন কুস্তিগিররা। এরপর যৌন হেনস্থার অভিযোগে, কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধানকে গ্রেফতারির দাবি তোলেন কুস্তিগিররা। সব রাজনৈতিক দলকে পাশে চেয়েছেন বজরং পুনিয়াও। তিনি জানান, সব দল তাঁদের সমর্থন করুন। এই লড়াই কুস্তিগিরদের লড়াই।