সোনা জয়ের সুযোগ ছিল। প্রত্যাশাও করেছিল সবাই। কিন্তু শেষ মুহূর্তে সোনা জিততে পারলেন না অদিতি অশোক। তবে রুপো জিতে গলফ থেকে প্রথম দেশকে পদক এনে দিলেন তিনি। এর আগে এশিয়ান গেমসে গলফ থেকে কোনও পদক জেতেননি কোনও ভারতীয় অ্যাথেলিট।
রবিবার ম্যাচের শুরুতে বড় ব্যবধানে এগিয়ে ছিলেন অদিতি অশোক। কিন্তু শেষ মুহূর্তে ,মেয়েদের গলফ অদিতিকে পেরিয়ে যান থাইল্যান্ডের আর্পিছায়া। রবিবার ব্যাডমিন্টনেও সোনা জয়ের লক্ষ্যে নামছে ভারত। বক্সিংয়ে নামার কথা নিখাত জারিনের।
আরও পড়ুন: এখনও ভিসা পাননি পাক সাংবাদিক ও সমর্থকরা, ফের আইসিসির হস্তক্ষেপ চেয়ে চিঠি পিসিবির