২১ মাসের জন্য নির্বাসিত বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার। চলতি বছর ২৩ জুলাই পর্যন্ত মাঠে নামতে পারবেন না তিনি। এমনই জানিয়েছে ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি।
জানা গিয়েছে দীপা কর্মকারের টেস্ট রিপোর্টে হিজানামিন নামে একটি ড্রাগসের উপস্থিতি পাওয়া গিয়েছে। এই ড্রাগস আন্তর্জাতিক ড্রাগ বিরোধী এজেন্সি ২০১৭ সালে নিষিদ্ধ করে। ২০২১ সালের ১১ অক্টোবর দীপার শরীরে স্যাম্পেল নেওয়া হয়।
এই নির্বাসনের ফলে ওয়ার্ল্ড কাপ সিরিজের বেশ কিছু ম্যাচ খেলতে পারবেন না দীপা। সেপ্টেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফিরতে পারবেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপই অলিম্পিকের কোয়ালিফাইয়ার।