হকি বিশ্বকাপের (HOckey World Cup 2023) ক্রসওভার ম্যাচের আগে বিপদ বাড়ল টিম ইন্ডিয়ার (Hockey India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মিডফিল্ডার হার্দিক সিং (Hardik Singh)। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি।
ওয়েলসের বিরুদ্ধে মাঠে নামেননি হার্দিক। গত রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পান তিনি। এরপরই তাঁর চোট সারার অপেক্ষা করছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু শনিবারই দুঃসংবাদ। বিশ্বকাপে আর নামতেই পারবেন না তিনি। কোচ গ্রাহাম রিড জানিয়েছেন, হার্দিকের পরিবর্তে টিমে এসেছেন রাজকুমার পাল।
আরও পড়ুন: রোনাল্ডোর জোড়া গোল, সমালোচকদের একহাত নিলেন কোহলি
হার্দিকের বাদ পড়া টিম ইন্ডিয়ার কাছে সত্যিই দুশ্চিন্তার কারণ। তবে ক্রসওভার ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। টিমের স্ট্র্যাটেজি বদলাতে পারেন কোচ গ্রাহাম রিড।