ঘরের মাঠে হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে মুখ খুললেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও প্রাক্তন প্লেয়ার দিলীপ তিরকে। তাঁর মতে, অনেক সুযোগ নষ্ট করেছে টিম ইন্ডিয়া। হারের পর টিমের কোচ গ্রাহাম রিড জানিয়েছেন, টিমে মনস্তত্ত্ববিদের প্রয়োজন।
দেশের হয়ে ৪১২টি ম্যাচ খেলেছেন দিলীপ তিরকে। বর্তমানে তিনি হকি সংস্থার সভাপতি। তাঁর মতে, পেনাল্টি কর্নারে অনেক সুযোগ নষ্ট করেছেন হরমনপ্রীতরা। তাই শেষ আটে যাওয়ার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে গোটা টিম। পেনাল্টি শুটআউটেও দুটি সুযোগ নষ্ট করেছে ভারত, মনে করছেন তিরকে।
আরও পড়ুন: বর্ষসেরা T20 টিমে বিরাট, সূর্যকুমার, হার্দিক, মেয়েদের দলে স্মৃতি, দীপ্তি, বাংলার রিচা
বিশ্বকাপে হারের পর হতাশ কোচ গ্রাহাম রিডও। তিনি জানান, বিশ্বকাপে অত্যন্ত চাপ নিয়ে ফেলেছিলেন হরমনপ্রীতরা। ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্টে টিমের সঙ্গে একজন মনস্তত্ত্ববিদ থাকা অত্যন্ত প্রয়োজন। কীভাবে মনস্তত্ত্ববিদ টিমের সঙ্গে কাজ করবেন, তা নিয়েও আলোচনা করা হবে। রবিবার ম্যাচের পর জানিয়েছেন কোচ গ্রাহাম রিড।