অলিম্পিকে টোকিওর পর প্যারিসেও ব্রোঞ্জ পদক ঘরে এনেছে হকি টিম। এবার অলিম্পিকের পরই অবসর নিয়েছেন গোলরক্ষক পি আর শ্রীজেশ। বুধবার তাঁর জার্সিকে সংরক্ষণ করার সিদ্ধান্ত হকি ইন্ডিয়ার। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁকে সম্মান জানিয়ে আর কোনও প্লেয়ারের গায়ে ১৬ নম্বর জার্সি দেখা যাবে না। ওই জার্সি শ্রীজেশের জন্য সংরক্ষণ করবে হকি ইন্ডিয়া।
জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরই জুনিয়র দলের দায়িত্ব নিয়েছেন পি আর শ্রীজেশ। বুধবার একটি অনুষ্ঠানে শ্রীজেশকে সংবর্ধনা দেয় হকি ইন্ডিয়া। সেই অনুষ্ঠানে হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিং জানিয়েছেন, ভবিষ্যতে সিনিয়র দলের কোনও খেলোয়াড়কে ১৬ নম্বর জার্সি দেওয়া হবে না।
প্রায় ২ দশক ধরে জাতীয় দলের গোলরক্ষক হিসেবে খেলেছেন শ্রীজেশ। তিনি অবসর নিলেও তাঁর জার্সিকে অবসর নিতে দেবে না হকি ইন্ডিয়া। ভোলানাথ সিং জানিয়েছেন, ভবিষ্যতে সিনিয়র দলের কোনও খেলোয়াড়কে ১৬ নম্বর জার্সি দেওয়া হবে না। তবে জুনিয়র দলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
কয়েকদিন আগে সংবাদ সংস্থা পিটিআই-কে শ্রীজেশ জানিয়েছেন, তিনি রাহুল দ্রাবিড়ের ভক্ত। তরুণদের নিয়ে কী ভাবে কাজ করতে হয়, তার সেরা উদাহরণ দ্রাবিড়। এক ঝাঁক তরুণ প্রতিভাকে তৈরি করে ফেলা যায়। তারাই জাতীয় দলের সম্পদ হয়ে উঠবে।