নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে যুব হকি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। শেষ চারে ভারত খেলবে জার্মানির বিরুদ্ধে। মঙ্গলবার শুরুটা ভাল না হলেও শেষ পর্যন্ত অরিজিৎ সিংহ হুন্দুলের গোলে সেমিফাইনালে পৌঁছয় ভারত।
মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামে ভারত। শুরুটা তেমন ভাল হয়নি ভারতীয় হকি দলের। প্রথমার্ধে ভারতের থেকে বেশ খানিকটা এগিয়েছিল নেদারল্যান্ডস।
আরও পড়ুন - জামাল কুদু গানে ববি দেওলের মতোই নাচ রিঙ্কু সিংয়ের! ভিডিয়ো পোস্ট কেকেআরের
কিন্তু ম্যচের দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরে ভারত। কোচ সিআর কুমারের নির্দেশে আক্রমণাত্বক হয়ে ওঠে গোটা দল। হুন্দুলই দলের চেহারা বদলে দেন। দলকে চাঙ্গা করেন তোলেন। অবশেষে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে ভারত।