কমনওয়েলথে সোনা জয় হাওড়ার ছেলে অচিন্ত্য শিউলির (Achintya Sheuli)। ফুটবলের জন্য জনপ্রিয় হাওড়া। সেই হাওড়ার দেউলপুরের বাসিন্দা অচিন্ত্য। কিন্তু ফুটবল বা ক্রিকেট, কিছুই টানেনি তাঁকে। ভারোত্তোলনে দেশকে পদক এনে দিলেন বাংলার ছেলে।
শৈশব থেকেই লড়াই চরম দারিদ্রের সঙ্গে। বাবা ভ্যানচালক ছিলেন। বাবার মৃত্যুর পর দুই ভাই আর মা মিলে জরির কাজ করতেন। সপ্তাহে রোজগার ছিল মাত্র ৫০০ টাকা। বার্মিংহামের পর বঙ্গ ভারোত্তোলকের লক্ষ্য ২০২৪ সালের অলিম্পিকে পদক জয়।
আরও পড়ুন: রেকর্ড গড়ে কমনওয়েলথে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য
খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে সোনা জিতেছিলেন। জুনিয়র কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা। বিশ্ব চ্যাম্পিয়নশিপো রুপো জেতেন অচিন্ত্য। ২০১৩ সালে অচিন্ত্যের বাবা মারা যান। এরপর লড়াই ছিল আরও কঠিন। রবিবার মধ্যরাতে ভারোত্তোলনে সোনার পদক জয়ের পর খুশির হাওয়া হাওড়ার দেউলপুরে। অচিন্ত্যের মা বলেন, "যখন ২০১৩ সালে বাবা মারা গেল ওদের, তখন আমাদের অবস্থা খুবই খারাপ। দুই ভাই আর আমি মিলে জরির কাজ করতাম। তা দিয়েই সংসার চলত। খেলা থেকে অচিন্ত্য সুযোগ পেয়ে চলে যায়। স্কুলে পড়ার সময় কোনও দিন ডিম জুটত, কোনও দিন জুটত না।"
অচিন্ত্য শিউলিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার ছেলের পদক জয়ে খুশি বাংলার মুখ্যমন্ত্রীও। তিনিও টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন অচিন্ত্যকে।