এবার আন্তর্জাতিক ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন এইচ এস প্রণয় (HS Pranay)। বিশ্ব চ্যাম্পিয়ন ভিক্টর অ্যালেক্সসনকে (Victor Alexson) পেরিয়ে এই জায়গায় উঠে এলেন প্রণয়। ২৫০০ পয়েন্টের বেশি নিয়ে শীর্ষে পৌঁছে যান তিনি।
চলতি বছর, দারুণ ফর্মে ছিলেন প্রণয়। গত মে মাসে তাঁর পারফরম্যান্সেই প্রথম থমাস কাপ জেতে ভারত। বছরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স করেন তিনি। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসার পর এবার প্রণয়ের লক্ষ্য ওয়ার্ল্ড টুর ফাইনাল। আগামী ১৪-১৮ ডিসেম্বর চিনে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।
আরও পড়ুন: বিশ্ব ব়্যাঙ্কিংয়ে শীর্ষে ভারতীয় ব্যাডমিন্টন তারকা এইচ এস প্রণয়
মাত্র দু সপ্তাহ আগে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন প্রণয়। চিনের প্রতিযোগীর বিরুদ্ধে কোয়ার্টারে উঠেও হারতে হয় তাঁকে। তবে তাঁর পারফরম্যান্সের এবার দাম পেলেন প্রণয়।