জিতলেই বিশ্বকাপের (Hockey World Cup 2023) কোয়ার্টার ফাইনাল নিশ্চিত ছিল। কিন্তু ইংল্যান্ডের (England) বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই আটকে গেল ভারত (Team India)।
প্রথম ম্যাচের আত্মবিশ্বাস খাতায় কলমে কাজে লাগল না। হাড্ডাহাড্ডি লড়াই করেও জালে বল জড়াতে পারেনি দুই দলই। গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে।
আরও পড়ুন: নিয়মরক্ষার ম্যাচে টিমে সূর্যকুমার, প্রথম একাদশে ওয়াশিংটন, বাদ পড়লেন হার্দিক ও উমরান
ম্যাচের প্রথম কোয়ার্টারে আক্রমণ শানায় ইংল্যান্ড। গোল লক্ষ্য করে শটও নেয়। কিন্তু হরমনপ্রীত সেভ করে দেন। পেনাল্টি কর্নার থেকেও গোল মিস করে ভারত। প্রথম কোয়ার্টারে পাঁচটি পেনাল্টি কর্নার পায় ইংল্য়ান্ডও। কিন্তু ভাল রক্ষণের জন্য গোল পায়নি ইংল্যান্ডও।