বিলেতের মাটিতে কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের দৌড় অব্য়াহত। সোমবার জুডোতে জোরা পদক তুলে নিল ভারত। মেয়েদের ৪৮ কেজি বিভাগে রুপো জয় সুশীলা দেবীর। ছেলেদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ বিজয় কুমারের।
সোমবার বার্মিংহ্য়ামে অল্পের জন্য সোনা হাতছাড়া করেন মণিপুরের মেয়ে সুশীলা। ফাইনালে তিনি পরাজিত হন দক্ষিণ আফ্রিকার মিকায়েলা হোয়াইটবুইয়ের কাছে। ৪.২৫ মিনিটের লড়াইয়ে হেরে যান সুশীলা। প্রতিপক্ষের বিশেষ একটি শটের কোনও উত্তর খুঁজে পাননি। ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসেও রুপো পেয়েছিলেন সুশীলা। সোমবারই ফাইনালে উঠে রুপো নিশ্চিত করেন সুশীলা। সেমিফাইনালে তিনি হারান মরিশাসের প্রিসিলা মোরান্ডকে।
সোমবারই কোয়ার্টার ফাইনালে হেরে যান বিজয় কুমার। ‘রেপেশাজ’ লড়াইয়ে তিনি হারিয়ে দেন স্কটল্যান্ডের ডিলন মুনরোকে। ব্রোঞ্জ পদকের ম্যাচে তাঁর বিপক্ষে ছিলেন সাইপ্রাসের পেত্রোস ক্রিস্টোডুলিডেস। এক মিনিটের কম সময়ে ম্যাচ জিতে ব্রোঞ্জ পান বিজয়। জুডো থেকে আরও দুটি পদক পেতে পারে ভারত। পুরুষদের ৬৬ কেজি বিভাগে ভারতের প্রতিনিধি জসলিন সাইনি। এবং মহিলাদের ৫৭ কেজি বিভাগে ভারত তাকিয়ে সুচিকা তারিয়ালের দিকে।