Asian Champions Trophy : চতুর্থবার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন ভারত, মালয়েশিয়াকে হারাল ৪-৩ গোলে

Updated : Aug 13, 2023 09:47
|
Editorji News Desk

 হকি (Hockey) চ্যাম্পিয়ন ভারত (India) । মালয়েশিয়াকে (IND VS Malaysia) ৪-৩ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি (Asian Champion Trophy) জিতে নিলেন হরমনপ্রীতরা । যদিও খেলার শুরু থেকে কিছুটা ছন্দহীন দেখিয়েছিল ভারতীয় দলকে । একটা সময় ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল মালয়েশিয়া । সেই পরিস্থিতিতে কামব্যাক করে ভারতীয় দল ।

টানটান ফাইনালে শেষ পর্যন্ত লড়াই করেও এক গোলে হেরে যায় মালয়েশিয়া । অন্যদিকে, ভারত  এই নিয়ে চতুর্থবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হল  । এই জয় এশিয়ান গেমসের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করতে পারে বলেই মনে করছে ক্রীড়া জগত ।

আরও পড়ুন, IND VS WI : যশ্বসী-শুভমনের দুরন্ত ইনিংস, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত
 

প্রতিযোগিতায় একটাও ম্যাচ হারেনি ভারতীয় দল। কিন্তু, ফাইনালের দিন যে ন প্রত্যাশাতি ছন্দে দেখা যাচ্ছিল না ভারতীয় দলকে । যদিও, প্রথম গোল দিয়ে নিজেদের এগিয়ে রেখেছিল ভারতই । ম্যাচের ৮ মিনিটে গোল করেন যুগরাজ সিং । কিন্তু তারপরেই যেন ঝিমিয়ে পড়ে ভারত ।

অন্যদিকে, মাঠে প্রথম থেকেই আগ্রাসী হকি খেলেছে মালয়েশিয়া । প্রথম গোল ভারত করলেও, পরপর তিন গোল করে মালয়েশিয়া । এগিয়ে যায় ৩-১ ব্যবধানে । ১৪ মিনিটে মালয়েশিয়ার তরফে প্রথম গোল করেন আবু কমল । ১৭ মিনিটে আবার দ্বিতীয় গোল । দলকে এগিয়ে দেন রাজি রহিম । ২৭ মিনিটে হয় তৃতীয় গোল ।    

দুই গোলে পিছিয়ে চাপে পড়ে যায় ভারত । তবে হাব ছাড়েননি কেউ । সেই পরিস্থিতিতেই কামব্যাক করে ভারত । ধীরে ধীরে মাঠে দখল নিতে শুরু করেন হরমনপ্রীতরা । শেষ কয়েক মিনিটে বদলে যায় ম্যাচের ছবি ।  তৃতীয় কোয়ার্টারে গোল দিয়ে সমতা ফেরান গুরজান সিং । ৫৬ মিনিটে প্রায় অসাধারণ গোল করেন আকাশদীপ। এরপরই ৪-৩ গোলে ম্যাচ জেতে ভারত ।     

Hockey

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া