১০৭ পদকে দেশবাসীকে নতুন ভারতের উপহার। গত পাঁচ দশকের বেশি এশিয়ান গেমসের ইতিহাসে চিনের মাটিতে সেরা পারফরম্যান্স ভারতীয় অ্যাথলিটদের। রবিবার আনুষ্ঠানিক ভাবে শেষ হচ্ছে এশিয়ান গেমস। শনিবার শেষ ভারতীয়দের সোনার দৌড়।
২৮ সোনা, ৩৮ রুপো এবং ৪১ ব্রোঞ্জ নিয়ে এবার চতুর্থ হয়ে এশিয়ান গেমস শেষ করলেন ভারতীয়রা। জোড়া সোনা ক্রিকেট ও কবাডিতে। শুটিং থেকে এসেছে আটটি সোনা। তিরন্দাজিতে সোনা এসেছে ৬টি। এ বছর অ্যাথলেটিক্সে ভারত সোনা পেয়েছে ৬টি। রিলে রেস, স্টিপলচেজের মতো ইভেন্টে ঐতিহাসিক সোনা জয় ভারতের। এমনকী ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও এসেছে সোনা।
আরও পড়ুন : একশোয়ে ১০০ ! চিনের মাটিতে এশিয়ান গেমসে ভারতের ইতিহাস, শুভেচ্ছা মোদীর
মাত্র দু বার ভারত প্রথম তিনে শেষ করেছে। সেই প্রথম বার ১৯৫১ এশিয়াডে ১৫টি সোনা-সহ ৫১টি পদক নিয়ে ভারত দ্বিতীয় হয়েছিল। ১৯৬২ গেমসে ১০টি সোনা-সহ ৩৩টি পদক নিয়ে তৃতীয় হয়েছিল ভারত।