কমনওয়েলথ গেমসে ভারতের ইতিহাস। লন বলে এই প্রথম সোনা জয় ভারতের। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সোনা জিতলেন লাভলি চৌবে, রুপা রানি তিরকে, পিঙ্কি এবং নয়নমণি সইকিয়া। মঙ্গলবার বার্মিংহ্য়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম থেকেই এগিয়ে ছিল ভারত। একসময়ে ৮-২ পয়েন্টে এগিয়ে যায় ভারত। এরপরেই খেলা ধরে দক্ষিণ আফ্রিকা। পাল্টা এগিয়ে যায় তারা। ১৪ ও ১৫ রাউন্ডে সোনা জয় স্বপ্ন নিশ্চিত করেন ভারতের চার মহিলা। যাঁদের কামালে এক অখ্যাত খেলায় ঐতিহাসিক পদক জিতল ভারত।
সোমবার সেমিফাইনালে নিউজিল্য়ান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। এতদিন নিজেদের খরচেই বিদেশে টুর্নামেন্ট খেলছেন এই চার মহিলা। কমনওয়েলথ খেলার পয়সা অবশ্য দিয়েছে জাতীয় সংস্থা। ভারতীয় লন বলের নেতা লাভলি। যিনি ঝাড়খণ্ড পুলিশের কর্মী। রুপার বাড়ি রাঁচিতে। ক্রীড়া দফতরের সঙ্গে যুক্ত। পিঙ্কি দিল্লির বাসিন্দা। চাকরি করেন এক বেসরকারি স্কুলে। আর অসমের বনবিভাগের কর্মী নয়নমণি। এরমধ্যে লাভলি এবং রুপা আবার মহেন্দ্র সিং ধোনির রাজ্য ঝাড়খণ্ডের মেয়ে।
এই ফাইনাল তাঁদের কাছে অলিম্পিকের সমান। এমনটাই দাবি চার মহিলার। একসময় স্প্রিন্টার ছিলেন লাভলি। আর ভারোত্তোলক ছিলেন নয়নমণি। দু জনেই আজ লন বল দলের প্রতিনিধি।