বিশ্ব হকিতে ইতিহাস গড়ে এশিয়ান গেমসের সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। শনিবার চিনের মাটিতে পাকিস্তানকে পুরুষদের হকিতে ১০-২ গোলে হারাল ভারত। প্রায় ৫০ বছরেরও বেশি সময়ে হকি খেলছে ভারত পাকিস্তান। এই জয় ভারতীয় হকির কাছে এক নতুন ইতিহাস।
ভারত-পাক হকি মানেই টানটান উত্তেজনা। কিন্তু এশিয়ান গেমসের মঞ্চে এদিন পাক দলকে দাঁড়াতেই দিলেন না হরমনপ্রীত, মনদীপ, বরুণ কুমাররা। এই ম্যাচে হ্যাটট্রিক সহ ৫ গোল ভারত অধিনায়ক মনপ্রীন সিংয়ের।
মনদীপের গোলে ম্যাচ শুরু করেছিল ভারত। আর শেষ করল বরুন কুমারের গোলে। ৪ কোয়ার্টারে পাক দলকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন গ্রেড ফুলটনের ছেলেরা। এশিয়ান গেমস হকিতে ১৯৮২ সালে পাকিস্তানের কাছে ৭ গোলে হেরেছিল ভারত। ভারতের মাটিতে সেটাই ছিল দুদেশের হকির সবচেয়ে বড় রেজাল্ট। সেই ফলকেও এদিন ছাপিয়ে গেলেন গুর্জন্ত, নীলকান্তরা। ৪ ম্যাচে ৪৬ গোল ভারতের।