চিনের এশিয়ান গেমসে নাটকীয় সোনা জয় ভারতের। পুরুষদের কবাডিতে ইরানকে হারিয়ে সোনা জিতলেন ভারতীয়রা। এই ম্যাচ ঘিরে এশিয়াডের মঞ্চে নতুন বিতর্ক উসকে উঠেছিল।
এশিয়ান গেমসে জ্যাভলিনের মঞ্চেও বিবাদে জড়ায় ভারত। শনিবার কবাডির ফাইনালেও নিয়ম পরিবর্তনকে ঘিরে চূড়ান্ত নাটক। দীর্ঘ সময় ধরে সিদ্ধান্ত নিতে পারলেন না আম্পায়ার ও রেফারিরা। দুই দলই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে। হস্তক্ষেপ করেন এশীয় কবাডি সংস্থার সেক্রেটারি জেনারেল। কিন্তু তার পরেও সমস্যা মেটেনি। খেলা বন্ধ রাখা হয়েছে।
শনিবার ইরানের বিরুদ্ধে খেলতে নামে ভারত। নতুন নিয়মে ভারতকে ৩ পয়েন্ট দেওয়া হয়। ইরান পায় ১ পয়েন্ট। এরপরই ইরানের প্লেয়াররা প্রতিবাদ করেন। এরপরই স্থগিত হয়ে যায় খেলা।