কুস্তি ও ভারোত্তোলনে সর্বাধিক পদক জয়। নতুন চার খেলা থেকে আটটি পদক। সেইসঙ্গে অ্যাথলেটিক্স ও লন বলে ইতিহাস। চুম্বকে বিলেতের মাটিতে এবারের কমনওয়েলথ গেমসে মোচ ৬১টি পদক নিয়ে চতুর্থ হয়েই শেষ করল ভারত। শেষ দিন ব্যাডমিন্টনে সোনার হ্যাটট্রিক। টেবল টেনিসে একটি সোনা এবং একটি ব্রোঞ্জ জয়। আর পুরুষদের হকির ফাইনালে লজ্জার হার। যদিও চার বছর আগে গোল্ডকোস্টে তৃতীয় হয়েছিল ভারত। সেবার শুধুমাত্র শুটিংয়েই ১৬টি পদক জিতেছিলেন ভারতীয় শুটাররা। বিলেতের মাটিতে এবারের কমনওয়েলথ গেমসে শুটিং এবং তীরন্দাজিকে বাদ রাখা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এই দুই ইভেন্ট থাকলে ভারতের আরও পদক জয়ের সম্ভাবনা ছিল। তবে যাই হোক পদক জয়ের নিরিখে গতবারের তুলনায় এবার প্রায় কাছাকাছি ফল করেছেন ভারতীয়রা। বিশেষ করে শুটিংয়ের আক্ষেপ বিলেতের মাটিতে মিটিয়ে দিয়েছেন কুস্তিগিররা। মোট ১২টি পদকের মধ্যে ছটি সোনা জিতেছেন বজরং পুনিয়া থেকে ভিনিশ পোগাতরা।
আর কয়েকদিন পরেই স্বাধীনতার ৭৫ বছর পূর্তি শেষ হবে। তার আগে বার্মিংহ্যামে এবারের কমনওয়েলথ গেমস ছিল আক্ষরিক অর্থেই আজাদি পালনে আসল মঞ্চ। সেই মঞ্চে ভারতের সোনার দৌড় শুরু করেছিলেন ভারোত্তোলক মীরাবাঈ চানু। আর ভারতের শেষ পদক এল টেবল টেনিসে জি সাথিয়ানের ব্রোঞ্জে জয়ের মধ্য়ে দিয়ে।
বিশেষজ্ঞদের মতে, এবার ভারত যেকটি ইভেন্টে সোনা জিতেছে, তারমধ্য়ে সবচেয়ে বড় প্রাপ্তি লন বল থেকে। চার কন্যার সোনার জয়ের পরেই এখন এই খেলা সম্পর্কে আগ্রহ শুরু হয়েছে। এই ইভেন্টে রুপো জিতেছেন পুরুষরাও। এরআগেও ট্রিপল জাম্পে সোনা পেয়েছিল ভারত। কিন্তু বিলেতে মাটিতে এই ইভেন্টে প্রথমবার সোনা ও রুপো দুটো এসেছে ভারতের ঝুলিতে। এছাড়াও যাঁরা এবার প্রথমবার কমনওয়েলথে সোনা জিতেছেন সেই তালিকা এবার বেশ দীর্ঘ। উল্লেখযোগ্যদের মধ্যে সেই তালিকায় আছেন বাংলার ভারোত্তোলক অচিন্ত্য শিউলি। ব্যাডমিন্টনে শেষ দিনে সোনা জিতে অধরা স্বপ্ন সফল করেছেন পি ভি সিন্ধু। পুরুষদের সিঙ্গলসে প্রথমবার ফাইনালে উঠেই লক্ষ্যভেদ করেছেন লক্ষ্য সেন। এছাড়াও উল্লেখযোগ্য নাম টেবল টেনিসে অচিন্ত্য শরথ কমল। ১৬ বছর পর কমনওয়েলথে সোনা জয় ৪০ বছরের অচিন্ত্য শরথ কমলের। দলগত ও ব্যক্তিগত ইভেন্ট মিলিয়ে এবার শরথের ঝুলিতে তিনটি সোনা ও একটি রুপো। এছাডা়ও আছেন আর এক বঙ্গসন্তান সৌরভ ঘোষাল। এই প্রথম ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন সৌরভ।
২২টি সোনা, ১৬টি রুপো আর ২৩টি ব্রোঞ্জ। মোট ৬১ পদক। এই সুখের তালিকাতেও হতাশা কাঁটা হকি আর ক্রিকেট। তবুও মেয়েদের ব্রোঞ্জ জয়ের মধ্য়ে এক সম্মান থাকছে। কিন্তু সোমবার বার্মিংহ্যামে ছেলেরা যা ফল করলেন, তাতে লজ্জায় মাথা কাঁটা যাচ্ছে ভারতীয়দের। অস্ট্রেলিয়ার কাছে সাত-শূন্য় গোলে হেরে রুপো জয় মনপ্রীত সিংদের। আর ক্রিকেটেও বাধার নাম অস্ট্রেলিয়া। পাঁচ বছর আগে এই বিলেতেই বিশ্বকাপ মাঠে ফেলে এসেছিলেন ভারতীয় মহিলারা। এবারও কমনওয়েলথ গেমসে সোনা মাঠে ফেলে এলেন হরমনপ্রীতরা। দেশে রুপো জয়ে শুভেচ্ছা জানালেও, শেফালি ভার্মাদের পারফরম্যান্সে মোটেই খুশি নন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়।
১৪ বছরের স্কোয়াশ খেলোয়াড় অনহাত সিং। সঙ্গে ৪৫ বছরে লন বল খেলোয়াড় সুনীল বাহাদুর। বিলেতে মাটিতে এবারের ভারতীয় দলের চমক। গুডবাই বার্মিংহাম। আগামী চার বছরের জন্য তৈরি হচ্ছে অস্ট্রেলিয়ার শহর ভিক্টোরিয়া। ২০২৬ সালের ১৭ মার্চ মেলবোর্ন ক্রিকেট মাঠে কমনওয়েলথ গেমসের শুভ উদ্বোধন। চলবে ২৯ মার্চ পর্যন্ত।