এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমস হকি। চিনের মাটিতে একই গ্রুপে ভারত-পাকিস্তান। ৩০ সেপ্টেম্বর মুখোমুখি হবে দু দল। পুল-এ-তে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে জাপান, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং উজবেকিস্তান। ২৪ সেপ্টেম্বর এশিয়ান গেমসের হকিতে শুরু ভারতের অভিযান।
প্রতিপক্ষ উজবেকিস্তানের সঙ্গেই এশিয়ান গেমস হকিতে অভিযান শুরু করবে ভারত। ২৬ তারিখ তাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ২৮ তারিখ ভারত খেলবে জাপানের বিরুদ্ধে। ৩০ তারিখ হবে বিদেশের মাটিতে ভারত-পাক হকিতে মহারণ। আর ২ অক্টোবর পুলের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত। যা গ্রুপ তাতে সহজে নকআউটে যেতে পারে ভারতীয় দল।
আরও পড়ুন : ম্যাচ শেষে হোটেল ফেরা নয়, লকার রুম পরিস্কার করা, ভিডিও ভাইরাল
অন্যদিকে, কিছুটা শক্ত পুলে রয়েছেন ভারতীয় মহিলারা। তাঁদের সঙ্গে রয়েছেন দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, হংকং এবং মালয়েশিয়া। ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে মেয়েদের অভিযান শুরু। এশিয়ান গেমস হকির সবকটি ম্যাচই হবে গনঝু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে।