এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয় ভারতীয় জুটি অনাহত সিং ও অভয় সিংয়ের। মালয়েশিয়ার জুটি আইফা বিন্তি আজমান ও মহম্মদ সিয়াফাক কামাল জুটির কাছে হারতে হয় তাঁদের। ৩৯ মিনিটের ম্যাচে ১১-৮, ১১-৯ ও ৯-১১ গেমে হারেন তাঁরা।
ভারতের বিরুদ্ধে মালয়েশিয়া পরপর পাঁচ পয়েন্ট তুলে নেন। শেষ গেমে হেরেও ম্যাচ হারতে হয় ভারতীয় জুটিকে।
আরও পড়ুন: