পুরুষদের টেনিসে ইতিহাস ভারতের রোহন বোপান্নার। ডবলসে সবচেয়ে বয়স্ক এক নম্বর হতে চলেছেন ভারতের এই টেনিস তারকা। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন ভারতের রোহন বোপান্না এবং আমেরিকার ম্যাথু এবডেন জুটি। এই জয়ের ফলে ডবলসে সবচেয়ে বয়স্ক হিসাবে বোপান্নার এক নম্বর হওয়া এখন সময়ের অপেক্ষা। প্রতিযোগিতা শুরুর আগে তিন নম্বর হয়ে মাঠে নেমেছিলেন বোপান্না।
বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডবলসে পার্টনার ম্যাথু এবডেনকে নিয়ে স্ট্রেট সেটে জিতে সেমিফাইনালে উঠলেন বোপান্না। বুধবার বোপান্নাদের প্রতিপক্ষ ছিল আর্জেন্টাইন জুটি। এক ঘণ্টা ৪৬ মিনিটের এই ম্যাচের ফল ৬-৪, ৭-৬।
গতবছরই গ্র্যান্ডস্লামের মঞ্চে নতুন রেকর্ড তৈরি করেছিলেন তিনি। সবচেয়ে বেশি বয়স্ক হিসাবে সেমিফাইনালে উঠেছিলেন। ২০ বছর আগে আন্তর্জাতিক টেনিসে অভিষেক হয়েছিল ভারতের রোহন বোপান্নার।