অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ভারতের সানিয়া মির্জা। মিক্সড ডবলসে রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে জীবনের শেষ গ্র্যান্ডস্লামের শেষ চার উঠলেন সানিয়া। তবে এই ম্যাচে ভারতীয় জুটিকে কোনও ঘাম ঝড়াতে হয়নি। কারণ, ওয়াক-ওভার পেয়েই সেমিফাইনালে উঠেছে সানিয়া-বোপান্না জুটি। সেই ছবিও টুইট করেছেন বোপান্না। ফলে আর দুটি ম্যাচ জিততে পারলেই স্বপ্নের অস্ট্রেলিয়া সফর শেষ করতে পারবেন ৩৭ বছরের ভারতের টেনিস সুন্দরী।
এদিনের ম্যাচে সানিয়া-বোপান্নার প্রতিপক্ষ ছিল লাটভিয়া ও স্পেনের জুটি। এরমধ্যেই মঙ্গলবার সকালে মহিলাদের সিঙ্গলসে হেরে যান লাটভিয়ার জেলেনা। এরপরেই রাতে মিক্সড ডবলসের ম্যাচ থেকে তিনি নাম প্রত্যাহার করে নেন। তার ফলেই ওয়াক-ওভার পায় ভারতীয় জুটি।
টুর্নামেন্টের শেষেই পেশাদার টেনিস থেকে অবসর নেবেন সানিয়া। টেনিস জীবনে মিক্সড ডাবলসে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। ডবলসেও তিনটি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর দখলে।