CWG 2022 : কমনওয়েলথের অখ্য়াত লন বলে, এক ঐতিহাসিক পদকের সামনে ভারত, আজ ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

Updated : Aug 04, 2022 02:52
|
Editorji News Desk

জিতলে সোনা, হারলে রুপো। এক অখ্য়াত খেলার এক ঐতিহাসিক পদকের সামনে আজ ভারত। মঙ্গলবার কমনওয়েলথ গেমসের লন বলের ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লাভলি চৌবে, রুপা রানি তিরকে, পিঙ্কি এবং নয়নমণি সইকিয়া - এই চার মহিলা এখনও এই কমনওয়েলথ গেমস ভারতের সেরা প্রাপ্তি। যাঁরা এক অখ্য়াত খেলায় ভারতকে ফাইনালে তুলে ইতিহাসের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। এরমধ্যে লাভলি চৌবে এবং রুপা রানি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ঝাড়খণ্ডের মেয়ে। তাই বিলেতে মাটিতে এই  কমনওয়েলথ গেমসের সঙ্গে এখন জড়িয়ে গিয়েছে ধোনির নামও। শুধু তাই নয়, ফাইনালে উঠে লাভলি জানিয়েছেন, লন বল খেলতে ভীষণ ভালবাসেন ধোনি। তাঁর সঙ্গে ভারতীয় দলের যোগাযোগ রয়েছে। 

সোমবার সেমিফাইনালে নিউজিল্য়ান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। এতদিন নিজেদের খরচেই বিদেশে টুর্নামেন্ট খেলছেন এই চার মহিলা। কমনওয়েলথ খেলার পয়সা অবশ্য দিয়েছে জাতীয় সংস্থা। ভারতীয় লন বলের নেতা লাভলি। যিনি ঝাড়খণ্ড পুলিশের কর্মী। রুপার বাড়ি রাঁচিতে। ক্রীড়া দফতরের সঙ্গে যুক্ত। পিঙ্কি দিল্লির বাসিন্দা। চাকরি করেন এক বেসরকারি স্কুলে। আর অসমের বনবিভাগের কর্মী নয়নমণি। 

এই ফাইনাল তাঁদের কাছে অলিম্পিকের সমান। এমনটাই দাবি চার মহিলার। একসময় স্প্রিন্টার ছিলেন লাভলি। আর ভারোত্তোলক ছিলেন নয়নমণি। দু জনেই আজ লন বল দলের প্রতিনিধি। বার্মিংহ্যামে আজ সবার নজরে এই অখ্যাত খেলা। আর চার ভারতীয় মহিলার কাছে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা নয়, তাঁদের প্রতিপক্ষ সমালোচকরা। আজ যাই হোক না কেন, পদক জয় নিশ্চিত। তোমরা কী এমন করেছ ? বার্মিংহ্যাম থেকে আজ এই প্রশ্নের উত্তর নিয়ে ফিরবেন লাভলি, রুপা রানি, নয়নমণি এবং পিঙ্কি। জিতলে সোনা, হারলে রুপো। ঐতিহাসিক পদক, সামনে ভারত। 

CWG 2022IndiaLawn Ball

Recommended For You

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ