এশিয়ান গেমসে (Asian Games 2023) শুক্রবার ফের সাফল্য ভারতের (Indian Hockey Team)। দিনের শেষে ঘরে এল সোনা। এশিয়ান গেমসের হকিতে জাপানকে ৫-১ গোলে উড়িয়ে পদক ঘরে আনল টিম ইন্ডিয়া। ৩ গোল করলেন হরমনপ্রীত সিং (Harmanpreet Singh)।
এশিয়ান গেমসের ফাইনালে (Hockey Final) এই ম্যাচ থেকে সোনাই প্রত্যাশা ছিল। একেবারেই হতাশ করেনি টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিতে প্যারিস অলিম্পিকে (Paris Olympics) নিজেদের জায়গা নিশ্চিতও করে ফেলল টিম ইন্ডিয়া। এদিন ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিল ভারত। প্রথম কোয়ার্টারেই বড় লিড নেয় দল। ভারতের হয়ে ফাইনালে ৩ গোল করেন হরমনপ্রীত সিং। তৃতীয় গোল করেন অমিত রুইদাস। চতুর্থ গোল করে ভারতকে এগিয়ে গেন অভিষেক।
আরও পড়ুন: কুস্তিতে ফের জোড়া পদক, ব্রোঞ্জ জয় কিরণ বিষ্ণোই ও আমন শেহরাওয়াতের