টোকিও অলিম্পিকে অল্পের জন্য হাতছাড়া হয়েছে সুযোগ। এবার কমনওয়েলথ গেমসের মঞ্চে পদক জয়ের লক্ষ্যে ভারতীয় বক্সার শিবা থাপা (Shiva Thapa)।
এবার কমনওয়েলথ গেমসে (CWG 2022) অন্যতম প্রতিযোগী শিবা থাপা। অলিম্পিকে সুযোগ না পেলেও প্র্যাকটিস চালিয়ে গিয়েছেন অসমের ২৮ বছরের এই বক্সার। কমনওয়েলথ গেমসের ট্রায়ালে ৫-০ ব্যবধানে জয় পান শিবা থাপা। এবার ৬৩.৫ কেজি বিভাগে অংশ নেবেন তিনি।
আরও পড়ুন:
২০১২ লন্ডন অলিম্পিকে (2012 London Olympics) শেষবার দেশের হয়ে খেলেছিলেন শিবা থাপা। তখন তাঁর বয়স ছিল ১৮ বছর। ১৮ বছর বয়সে প্রথম কোনও অ্যাথলিট অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। ২০১৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন শিবা থাপা। ৫বার এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জেতেন তিনি। তার মধ্যে একবার সোনা, দুবার রুপোও আছে। এবার বার্মিংহ্যামে পদক জয়ের প্রত্যাশায় শিবা থাপা।