বিশ্বকাপে মাঠে থেকে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাঁটাতে চান। এখনও থেকেই চেষ্টা করতে চান বিশ্বকাপ ফাইনালের একটা টিকিটের জন্য। কারণ, তাঁর দৃঢ় বিশ্বাস ১২ বছর পর ঘরের মাঠে এবার বিশ্বকাপ জিতবে ভারত। বক্তা অলিম্পিয়ান নীরজ চোপড়া।
এক জাতীয় সংবাদমাধ্যমকে নীরাজ জানিয়েছেন, তাঁর সাফল্যে ভারতীয় ক্রিকেটাররা সবসময় গলা ফাটান। এবার সময় এসেছে তাঁর ফিরিয়ে দেওয়ার। তাই মাঠে থেকে ভারতীয় দলের জন্য গলা ফাঁটাবেন তিনি। এরজন্য তিনি বিশ্বকাপের টিকিটের খোঁজ করছেন।
অলিম্পিকের তাঁর গলায় উঠেছিল সোনার পদক। চিনে সদ্য সমাপ্ত এশিয়ান গেমসেও সোনার ছেলে নীরজ। এছাড়াও তিনি বিশ্বচ্যাম্পিয়ন।