ঘড়ির কাঁটায় আটকে গেল কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা হকি দলের সোনা জয়ের স্বপ্ন। অভিযোগ, শুক্রবার মহিলার সেমিফাইনালে ভারতকে ছিটকে দিল আম্পায়রের বিতর্কিত সিদ্ধান্ত। এই ঘটনায় রাগে ফুঁসছেন প্রাক্তন থেকে নেটিজেনরা। টুইট করে বীরেন্দ্র সেওয়াগও এই ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনায় একসময় বিশ্বক্রিকেটে অস্ট্রেলিয়ার দাদাগিরির কথাও প্রকাশ পেয়েছেন তাঁর টুইটে।
নির্ধারিত সময় তখন ম্যাচের ফল ১-১। পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ফ্লিড-কিক নিতে যান রোজি মেলান। বক্সের মধ্য়ে মেলানের শট রুখে দেন ভারতীয় অধিনায়ক ও গোলকিপার সবিতা পুনিয়া। মাঠ থেকে গ্য়ালারি। ভারতীয়দের উচ্ছ্বাস আটকে যায় ফিল্ড আম্পায়রের একটি সিদ্ধান্তে। রোজির শট নেওয়ার সময় নাকি ঘড়ি বন্ধ ছিল। ফলে আবার শট মারার সুযোগ পান অজি হকি খেলোয়াড়।
পেনাল্টি শুট আউটে অবশ্য একটি গোলও করতে পারেনি ভারত। ফলে ৩-০ ম্যাচ জিতে কমনওয়েলথ হকির ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে এই ‘নাটকে’র সমালোচনা করেন ভারতীয় দলের কোচ জে স্কপম্যান। বলেন, “বুঝতেই পারলাম না কী হল। অস্ট্রেলিয়া বিষয়টা নিয়ে অভিযোগও করেনি। অফিসিয়ালরাও এই নাটকটা বুঝলেন কি না, জানি না। আমি কোনও অজুহাত দিচ্ছি না। এতে আমরা কোনও সুবিধা পেতাম না।” কিন্তু খেলার মাঠে এধরনের আচরণ যে মেনে নেওয়া যায় না, সে কথাই বুঝিয়ে দেন তিনি। ব্রোঞ্জ ম্যাচে ভারতে প্রতিপক্ষ নিউজিল্যান্ড