২ বছরের জন্য নির্বাসিত দীপা কর্মকার (Dipa Karmakar)। দেশের সেরা জিমন্যাস্টের বিরুদ্ধে ডোপিং বিধি (Doping) ভাঙার অভিযোগ প্রমাণিত হয়েছে। এই নিয়ে কোনও মন্তব্য করেননি আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন।
ঠিক কী কারণে তাঁকে নির্বাসিত করা হয়েছে, তা নিয়ে অন্ধকারে ছিলেন দীপা কর্মকার ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী। তাঁর বিরুদ্ধে ডোপিং বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় পর, ২০২১ সালের জুলাই থেকে নির্বাসনের শাস্তি কার্যকর করা হয়েছে। দীপার শাস্তি নিয়ে মুখ খোলেননি ভারতীয় জিমন্যাস্টিক ফেডারেশনও। কিছু জানায়নি ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সিও।
আরও পড়ুন: বিশ্বজয়ের মঞ্চে মেসির গায়ে কালো আলখাল্লা, চড়া দামে কিনতে চাইলেন আইনজীবী
২০১৬ রিও অলিম্পিক্সে দারুণ পারফরম্যান্স করেন দীপা কর্মকার। তাঁর প্রোদুনোভা ভল্ট চর্চায় উঠে আশে। অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয় দীপার। ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জেতেন দীপা। ২০১৭ সালে অস্ত্রোপচার হয় দীপার। ২০১৯ সালে বিশ্ব জিমন্যাস্টিক্সে অংশ নেন। তারপর আর দেখা যায়নি দীপা কর্মকারকে।