এশিয়ান গেমসে শুক্রবার দিনের শেষে পদকের ছড়াছড়ি। ব্রিজে রুপো জিতল ভারতের ছেলেদের টিম। ছটি সেশনের খেলার পর হংকং চায়নার বিরুদ্ধে হারতে হয় ভারতকে। এই ম্যাচেই রুপো জিতে নিলেন ভারতীয় প্লেয়াররা।
প্রথম সেশনে হংকং চায়নাকে ৩০-২৮ স্কোরে হারায় ভারত। কিন্তু বাকি সেশনগুলিতে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তাঁরা। ২২৯.১ পয়েন্ট নিয়ে সোনা জিতে নেয় হংকং চায়না। ২০১৮ সালে এশিয়ান গেমসে প্রথম ব্রিজ অন্তর্ভূক্ত হয়।