উইম্বলডনের অনূর্ধ্ব ১৪ বিভাগের দ্বিতীয় বাছাই। এবার উইম্বলডন সিঙ্গলসের বাছাই হিসেবে একমাত্র ভারতীয় বিহান রেড্ডি। সাত বছর বয়স থেকে টেনিসে ধ্যানজ্ঞান। বাস্কেটবলের পোকা ছিল বিহান। বাবাই তাঁর হাতে টেনিস তুলে দেন। বৃহস্পতিবারই উইম্বলডনে নামবে বিহান।
বেঙ্গালুরুতেই জন্ম বিহানের। ২০১৪ সাল থেকে কর্মসূত্রে আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বিহানের বাবা বসন্ত গৌড়া সোমনাথ রেড্ডি। তিনি স্কুল-কলেজে ক্রিকেট খেলতেন। কিন্তু চেয়েছিলেন টেনিস খেলুক তাঁর ছেলে। অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের অনুশীলন সারছিলেন ইতালির ইয়ানিক সিনার। সেমিফাইনালে নামবেন জোকোভিচের সঙ্গে। তাঁর পাশেই অনুশীলন করছিলেন বিহান।
১৩ বছর বয়স বিহানের। ক্লাস সেভেনের ছাত্র। বাবা বসন্ত জানালেন, গত বছর থেকে টুর্নামেন্ট শুরু করে বিহান। তাই অনলাইনেই পড়াশোনা করছেন। রোজ স্কুলে যাওয়ার ব্যাপার নেই। তাই ভাল করে প্র্যাকটিস করতে পারেন। বাবা ও মা দুজনেই বহুজাতিক সংস্থায় তথ্য প্রযুক্ত কর্মী। গত মার্চে গুরুগ্রাম, ভিলাই, দেরাদুন ও মাদুরাইতে টুর্নামেন্ট খেলেছেন। চারটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন