ইন্ডিয়া ওপেনে (India Open) সোনা জয় ভারতের তরুণ ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনের (Lakshya Sen)। রবিবার ইন্ডিয়া ওপেনে বর্তমানের বিশ্বচ্যাম্পিয়ন সিঙ্গাপুরের লো কিয়ান ইউ-কে স্ট্রেট সেটে হারান তিনি। খেলার ফল ২৪-২২, ২১-১৭। ডাবলসেও চ্যাম্পিয়ন হলেন সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি।
২০ বছরের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন এর আগে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন। রবিবার নয়াদিল্লিতে ইন্ডিয়া ওপেনের ফাইনালে মাত্র ৫৪ মিনিটে ম্যাচ শেষ করেন তিনি। শুরুটা ভালো না হলেও কামব্যাক করেন লক্ষ্য। প্রথম সেটে ২৪-২২ ব্যবধানে জিতে ফেরেন তিনি। প্রথম সেটে জিতে আরও সহজ হয়ে যায় দ্বিতীয় সেটে। ৭-৭ ব্যবধান থেকে পরপর পয়েন্ট জিতে দ্বিতীয় সেট শেষ করেন ২১-১৭ ব্যবধানে।
ইন্ডিয়া ওপেনের ডাবলসে প্রথম ভারতীয় হিসেবে পয়েন্ট জিতলেন সাত্ত্বিকরাজ ও চিরাগ। তিনবারের বিশ্বজয়ী ইন্দোনেশিয়ান জুটি মহম্মদ আহসান ও হেন্দ্রা সেতিওয়ানকে হারান তাঁরা। জেতেন ২১-১৬ ও ২৬-২৪ ব্যবধানে।