অবসরের সিদ্ধান্ত কার্যত পাকা করলেন সানিয়া মির্জা (Sania Mirza)। ফেব্রুয়ারি মাসে ডাবলস টেনিস চ্যাম্পিয়নশিপ আছে। সেখানেই কেরিয়ারের শেষ ম্যাচ খেলবেন সানিয়া। এক নজরে দেখে নেওয়া যাক, তাঁর কেরিয়ার (Sania Mirza's Career)।
২০০৫ সালে প্রথম আন্তর্জাতিক টেনিসে কেরিয়ার শুরু করেন সানিয়া। অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন। চারটি গ্র্যান্ড স্লামই খেলেছেন সানিয়া। মিক্সড ডাবলসে তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছেন সানিয়া। WTA সিঙ্গলসে একবার খেতাব জিতেছেন। ৩বার দ্বিতীয় হয়েছেন। ডাবলসে ৬৬টি খেতাব জিতেছেন সানিয়া মির্জা।
আরও পড়ুন: প্রথমে গোল করেও শেষরক্ষা হল না, ওড়িশার বিরুদ্ধে ৩-১ গোলে হার ইস্টবেঙ্গলের
চারটি গ্র্যান্ড স্লামেই অংশ নেন সানিয়া। ২০০৫-২০১২, সাতবার অস্ট্রেলিয়া ওপেন খেলেন। পাঁচবার ফ্রেঞ্চ ওপেন, ছয়বার উইম্বলডন ও ছবার ইউএস ওপেন খেলেন সানিয়া।