এশিয়ান গেমসের শেষ দিনে একের পর এক পদক আসছে ভারতের ঝুলিতে। চিনকে হারিয়ে মহিলা কবাডিতে সোনা জয় ভারতের। এনিয়ে ভারতের দখলে মোট ১০০ টি পদক এল। আরও কয়েকটি পদক জয়ের সম্ভাবনাও রয়েছে।
শনিবার সকাল থেকেই একাধিক পদক জিতেছে ভারত। কাবাডিতে চাইনিজ তাইপেই-এর বিরুদ্ধে খেলতে নামে ভারতী মহিলা কবাডি টিম । ২৬-২৫ সেটে হারিয়ে নিজেদের ঝুলিতে পদক নিশ্চিত করে তারা।