এশিয়ান গেমসের পোল-এ ম্যাচে বড় জয় মেয়েদের হকি টিমের। বন্দনা কাতারিয়া, দীপ গ্রেস এক্কা ও দীপিকা তিনজন প্লেয়ারের হ্যাটট্রিক। হংকংকে ১৩-০ গোলে হারাল ভারত।
বন্দনা ম্যাচের ২ মিনিট, ১৬ মিনিট ও ৪৮ মিনিটে গোল করেন। দীপ গ্রেস ১১, ৩৪ ও ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন। দীপিকা ৪ মিনিট, ৩৪ মিনিট ও ৪২ মিনিটে গোল করেন। সঙ্গীতা কুমারী জোড়া গোল করেন। মনিকা ও নবনীতও গোল করেন।
পোল-এ-তে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে মেয়েদের হকি টিম। গোল পার্থক্যেও অনেকটা এগিয়ে। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে নামবে দক্ষিণ কোরিয়া।