ব্যাডমিন্টনে ইতিহাস তৈরি করলেন পিভি সিন্ধুরা। এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে সোনা জয় মেয়েদের। ফাইনালে তাইল্যান্ডকে হারাল ভারতের মহিলা ব্যাডমিন্টন দল। সিন্ধু ছাড়াও ফাইনালে জিতেছেন আনমোল খারব ও গায়ত্রী-তৃষা জুটি।
তাইল্যান্ড দল হিসেবে সহজ প্রতিপক্ষ ছিল না। তবে দলের আত্মবিশ্বাস ছিল। চোট সারিয়ে সদ্য কোর্টে ফিরেছিলেন পি ভি সিন্ধু। ফাইনাল ম্যাচেই তাইল্যান্ডের সুপানিন্দা কাথেংকে ২১-১২, ২১-১২ ব্যবধানে হারিয়ে দেন তিনি।
আরও পড়ুন: সেঞ্চুরি মিস শুভমানের, রবিবার ক্রিজে ফিরলেন যশস্বী, সঙ্গী সরফরাজ