টোকিওকে কি ছুঁতে পারবে প্যারিস অলিম্পিক! টোকিওতে ৭টি পদক জিতেছিল ভারত। এবার ঘরে এসেছে ৬টি পদক। অলিম্পিক শেষ হলেও ঝুলে রয়েছে ভিনেশ ফোগাতের ভাগ্য। তিনি কি রুপো জিতবেন! মঙ্গলবার কোর্ট ফর আরবিট্রেশন ফর স্পোর্টসে শুনানি। ১০০ গ্রাম ওজন বৃদ্ধির জন্য অলিম্পিকে ফাইনালে খেলতে পারেননি ভিনেশ। লড়াকু ভিনেশের ভাগ্য নির্ভর করছে ক্রীড়া আদালতের শুনানির উপরই।
ভিনেশের ভাগ্যে কী আছে, তা নিয়ে অধীর আগ্রহে জাতীয় অলিম্পিক কমিটিও। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকও এই ঘটনায় নজর রাখছে। ভারতীয় সময় রাত সাড়ে ৯টার মধ্যে শুনানি শেষ হবে। জানা গিয়েছে, আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের কিছু নিয়মের গলদ আছে। শুনানিতে সেটাই হাতিয়ার হতে পারে ভিনেশের আইনজীবী হরিশ সালভের।
অলিম্পিক ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর স্বপ্নভঙ্গ। এরপরের দিনই অবসর নিয়ে নেন ভিনেশ। তবে আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের নিয়মের গেরো কীভাবে পদক এনে দিতে পারে ভারতকে! এবার অলিম্পিকে ৫০ কেজি বিভাগে জাপান, ইউক্রেন ও কিউবার কুস্তিগীরদের হারিয়ে ফাইনালে ওঠেন তিনি। নিয়ম অনুযায়ী মার্কিন প্রতিনিধির কাছে যে হারবেন, তিনিই রেপিচেজে লড়াই করবেন। কিন্তু সেই ম্যাচে নেমেছিলেন জাপানি তারকা সুসাকি। এই সুসাকিকেই হারিয়েছিলেন ভিনেশ। যা নিয়মবিরুদ্ধ বলেই দাবি করা হয়েছে। শুনানিতে এই প্রসঙ্গ উঠতে পারে। ওয়াকিবহল মহলের দাবি, এই নিয়মের ফাঁকে ভিনেশের গলায় রুপো উঠতে পারে।